ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে করোনায় একদিনে ৩৫২৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মে ১, ২০২১
ভারতে করোনায় একদিনে ৩৫২৩ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

করোনার ভারতীয় ধরন দেশটিতে ভয়ংকর তাণ্ডব চালাচ্ছে। ভারতে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫২৩ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ১১ হাজার ৮৫৩ জনে।

শনিবার (০১ মে) এসব তথ্য জানায় ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন। এটি বিশ্বরেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯১ লাখ ৫৭ হাজারে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) শনিবার জানায়, ভারত এ পর্যন্ত মোট ২৮ কোটি ৮৩ লাখ ৩৭ হাজার ৩৮৫ জনের নমুনা পরীক্ষা করেছে। এরমধ্যে শুক্রবার টেস্ট করা হয়েছে প্রায় সাড়ে ১৯ লাখ নমুনা।

ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ভারতে তৈরি হওয়া করোনা ভাইরাসের নতুন ধরনটির নাম গবেষকেরা দিয়েছেন ‘বি-ওয়ান-সিক্সসেভেনটিন’। গত অক্টোবরে এটি প্রথম শনাক্ত হয়।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মে ০১, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।