ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে একদিনে করোনায় ৩১২৮ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, মে ৩১, ২০২১
ভারতে একদিনে করোনায় ৩১২৮ মৃত্যু ...

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের অবস্থা নাজুক। নগর থেকে গ্রাম সবখানেই করোনার থাবায় প্রাণ যাচ্ছে অগুনতি।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত ৩ হাজার ১২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণ গেছে ৩ লাখ ২৯ হাজার ১শ মানুষের।

সোমবার (৩১ মে) এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, এসময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ৫৩৪ জন। তবে সম্প্রতি দেশটিতে সংক্রমণের হার কিছুটা কমেছে।

চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষের প্রাণ গেছে। তালিকায় যুক্তরাষ্ট্রের পর রয়েছে ব্রাজিল। এরপরই ভারতের অবস্থান।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, মে ৩১, ২০২১
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।