ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এখন তিন সন্তান নিতে পারবেন চীনা দম্পতিরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মে ৩১, ২০২১
এখন তিন সন্তান নিতে পারবেন চীনা দম্পতিরা ছবি: সংগৃহীত

জন্মনিয়ন্ত্রণ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করার কারণে শিশু জন্মহার একেবারেই কমে গেছে চীনে। সাম্প্রতিক আদমশুমারির তথ্য দেশটির জন্য সত্যিই উদ্বেগজনক।

এমন পরিস্থিতিতে দেশটিতে ‘তিন সন্তান নীতি’ অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (৩১ মে) চীনা গণমাধ্যম শিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।

খবরে বলা হয়, এখন থেকে চীনা দম্পতিরা তিনটি সন্তান নিতে পারবেন। এর আগে চীন ২০১৬ সালে এক সন্তান নীতি থেকে সরে দুই সন্তান নীতিতে আসে। কিন্তু এরপরও শিশু জন্মহার বাড়েনি। এবার দেশটি ‘তিন সন্তান নীতি’ অনুমোদন দিল।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সর্বশেষ পদক্ষেপটি প্রেসিডেন্ট শি জিনপিং পলিটব্যুরোর এক বৈঠকে অনুমোদন দিয়েছেন।

অর্থনীতিবিদ হাউ জউ বলেন, আসলে কে তিনটি বাচ্চা নিতে চায়? তরুণরা স্বাভাবিকভাবে দুই সন্তানেই সন্তুষ্ট। কারণ জীবনযাত্রার ব্যয় এবং চাপ দুটোই বেশি।

সম্প্রতি দেশটিতে আদমশুমারির তথ্য প্রকাশিত হয়। এতে দেখা গেছে, ২০২০ সালে দেশটিতে জন্ম নিয়েছে মাত্র ১২ মিলিয়ন (১ কোটি ২০ লাখ) শিশু। ২০১৬ সালেও শিশু জন্ম নিয়েছিল ১৮ মিলিয়ন (১ কোটি ৮০ লাখ)। অর্থাৎ দেশটিতে শিশু জন্মহার কমছে আশঙ্কাজনক হারে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মে ৩১, ২০২১
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।