ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে কমছে করোনা শনাক্ত, মৃত্যু নামলো ৩ হাজারের নিচে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুন ১, ২০২১
ভারতে কমছে করোনা শনাক্ত, মৃত্যু নামলো ৩ হাজারের নিচে

ভারতের দৈনিক করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫১ দিন পর নেমেছে দেড় লাখের নিচে। আর এক মাসের বেশি সময় পর মৃত্যু নেমেছে তিন হাজারের নিচে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৫১০ জন।

মঙ্গলবার (১ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা মোট ২ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪ জন।

দৈনিক সংক্রমণ কমার পাশাপাশি ভারতে দৈনিক মৃত্যু সংখ্যাও কমছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৭৯৫ জনের। ২৭ এপ্রিলের পর মঙ্গলবার প্রথমবার দেশের দৈনিক মৃত্যু ৩ হাজারের নিচে নামলো।

গত বছর থেকে এ পর্যন্ত করোনা ভাইরাস প্রাণ হারিয়েছেন মোট ৩ লাখ ৩১ হাজার ৮৯৫ জনের।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জুন ০১, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।