ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনার ডেল্টা ভেরিয়েন্ট ৬০ শতাংশ বেশি সংক্রামক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, জুন ১২, ২০২১
করোনার ডেল্টা ভেরিয়েন্ট ৬০ শতাংশ বেশি সংক্রামক

করোনা ভাইরাসের তাণ্ডবে দিশেহারা সারাবিশ্ব। এর মধ্যে করোনার নতুন ডেল্টা ভেরিয়েন্ট (ভারতীয় ভেরিয়েন্ট) বাড়িতে বা অভ্যন্তরীণ পরিবেশে ৬০ শতাংশ বেশি সংক্রামক বলে জানা গেছে।

শুক্রবার (১১ জুন) ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।  

ভারতে প্রথম করোনার ডেল্টা ভেরিয়েন্ট শনাক্ত হয়। পরে এটি যুক্তরাজ্যে শনাক্ত হয়। এ ভেরিয়েন্টের কারণে দেশটিতে সংক্রমণের হার এখন ঊর্ধ্বমুখী। আগামী ২১ জুন যুক্তরাজ্যের করোনার বিধিনিষেধ প্রত্যাহারের কথা থাকলেও সংক্রমণের হার বেড়ে যাওয়ায় নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
পাবলিক হেলথ ইংল্যান্ডের নতুন গবেষণায় জানানো হয়েছে, দক্ষিণ ইংল্যান্ডে শনাক্ত হওয়া আলফা ভ্যারিয়েন্টের তুলনায় ডেল্টা ভেরিয়েন্ট বাড়িতে ৬০ শতাংশ বেশি ঝুঁকিপূর্ণ বলে ইঙ্গিত মিলেছে।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, জুন ১২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।