ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে মাওবাদী প্রধানের প্রার্থিতা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১০
নেপালে মাওবাদী প্রধানের প্রার্থিতা প্রত্যাহার

কাঠমাণ্ডু: নেপালে মাওবাদীদের প্রধান নেতা পুষ্প কমল দহল প্রধানমন্ত্রীর প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন। মাওবাদী পার্টির পক্ষ থেকে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।



আগামী ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পার্লামেন্টে অষ্টমবারের মতো ভোট নেওয়া হবে। গত জুলাই থেকে এ পর্যন্ত সাতবারের প্রচেষ্টার পরেও প্রধানমন্ত্রী নির্বাচিত হতে ব্যর্থ হওয়ায় প্রচণ্ডের ব্যাপারে এ সিদ্ধান্ত নিলো তার দল।

শুক্রবার পার্টি নেতৃবৃন্দের বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পর মাওদীদের আইনপ্রণেতা নারায়ণ কাজি শ্রেষ্ঠ এ ঘোষণা দেন। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল ও তার কমিউনিস্ট পার্টি (ঐক্যবদ্ধ মার্কসবাদী-লেনিনবাদী)-র উর্ধ্বতন নেতারাও বৈঠকে ছিলেন।

নারায়ণ কাজি শ্রেষ্ঠ আরও বলেন, মাওবাদী ও কমিউনিস্টদের কেউই আগামী ২৬ সেপ্টেম্বরের নির্বাচনে অংশ নেবে না।

এই দুই দলের নির্বাচন বয়কট করার অর্থ হলো, প্রচণ্ডর প্রতিদ্বন্দ্বী রাম চন্দ্র পৌদেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবেন না।

এখন নেপালের রাজনৈতিক দলগুলোকে সরকার গঠন করতে নতুন করে আলোচনা করতে হবে অথবা নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন করতে হবে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।