ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আল আকসায় আবারও ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জুন ১৮, ২০২১
আল আকসায় আবারও ইসরায়েলি হামলা

ইসরায়েলি পুলিশ আবারও দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে জুম্মার নামাজের পর ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে।

শুক্রবার (১৮ জুন) একটি প্রতিবাদ মিছিলে চালানো হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি আহত হন।

ইসলামের অবমাননার প্রতিবাদে এই মিছিলের উদ্যোগ নেন ফিলিস্তিনিরা। তবে মিছিল শুরুর আগেই বাব আল সিলসিলা নামক একটি প্রবেশপথে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস, গ্রেনেড ছোড়ে।

এ সময় মিছিলের জন্য শত শত ফিলিস্তিনি জড়ো হয়েছিলেন। কট্টরপন্থি ইসরায়েলিদের মিছিলের প্রতিবাদেই এই মিছিলের আয়োজন করেন তারা।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুন ১৮, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।