ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় থানায় বিস্ফোরণ: নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১০
শ্রীলঙ্কায় থানায় বিস্ফোরণ: নিহত ২৭

কলম্বো:  শ্রীলঙ্কার পূর্বাঞ্চলের শহর বাত্তিকালোয়ায় শুক্রবার থানার বিস্ফোরক গুদামে বিস্ফোরণে দুই চীনা ঠিকাদার এবং পুলিশসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন।

সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল উবায়া মেদাবালা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।



তিনি বলেন, ‌`পুলিশ সদস্যরা রাস্তা নির্মাণের জন্য ওই দুই চীনা ঠিকাদারের কাছে বিস্ফোরক সরবরাহ করার সময় এতে বিস্ফোরণ ঘটে। `

এই বিস্ফোরণ কোনো নাশকতা নয় জানিয়ে উবায়া মেদাবালা আরও বলেন, ‘এটি নিছক দুর্ঘটনা। নিরাপত্তার জন্য বিস্ফোরকগুলো পুলিশ স্টেশনে মজুদ রাখা হয়েছিলো। `

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।