ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবানদের দখলে আফগানিস্তানের ১১৬ জেলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
তালেবানদের দখলে আফগানিস্তানের ১১৬ জেলা

আফগানিস্তানে একের পর এক জেলা তালেবানদের দখলে চলে যাচ্ছে। এ পর্যন্ত ১১৬টি জেলা তালেবানরা নিয়ন্ত্রণে নিয়েছে বলে নিশ্চিত করেছে কাবুল সরকার।

অন্যদিকে তালেবানদের দাবি, তারা আফগানিস্তানের অন্তত ২০০ জেলার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

আফগান সরকারের প্রশাসনিক সংস্কার বিষয়ক কমিশনের চেয়ারম্যান ও তালেবানের সঙ্গে সরকারি আলোচক দলের সদস্য নাদের নাদেরি বৃহস্পতিবার রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

নাদেরি বলেন, তালেবানরা দেশের ২৯টি প্রদেশের ১১৬টি জেলা পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে। এসব জেলার মোট জনসংখ্যা এক কোটি ৩০ লাখ। তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

তালেবানরা ওইসব জেলা দখলে নেওয়ায় সরকারি স্থাপনাগুলো ৫০ কোটি ডলার মূল্যের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।