ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারত থেকে এবার হজে যাচ্ছেন ১ লাখ ৭০ হাজার মুসলমান

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১০
ভারত থেকে এবার হজে যাচ্ছেন ১ লাখ ৭০ হাজার মুসলমান

কলকাতা: চলতি বছর ভারত থেকে হজ করতে সৌদি আরব যাচ্ছেন ১ লাখ ৭০ হাজার মুসলমান। শুক্রবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।



ভারতের জাতীয় হজ যাত্রা কমিটি জানিয়েছে, এর মধ্যে ১ লাখ ২৫ হাজার ৩৭২ জন যাবেন হজ যাত্রা কমিটির মাধ্যমে। তবে মোট কত জন হজ করতে পারবেন তা ঠিক করবে সৌদি আরব সরকার।

কমিটি আরো জানিয়েছে, ভারতীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় হজযাগ্রীদের আকাশ পথে সরাসরি সৌদি আরব যাওয়া এবং আসার ব্যবস্থা করবে। এ বছর ভূপাল ও গোয়া বিমানবন্দর থেকেও হজ ফাইট পরিচালিত হবে। এর ফলে এবার দেশের ২১ টি বিমানবন্দরের মাধ্যমে ভারতীয় মুসলমানরা হজ পালন করতে সরাসরি সৌদি আরব যাওয়া আসা করবেন।

জানা গেছে, এ বছর প্রত্যেক হজ যাত্রীকে বিমান ভাড়া বাবদ ১৬ হাজার রুপি করে দিতে হবে। বাকি খরচ ভারত সরকার বহন করবে।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।