ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কানাডিয়ান ব্যবসায়ীকে ১১ বছরের কারাদণ্ড দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
কানাডিয়ান ব্যবসায়ীকে ১১ বছরের কারাদণ্ড দিল চীন

গুপ্তচরবৃত্তির দায়ে মাইকেল স্প্যাভর নামে কানাডিয়ান এক ব্যবসায়ীকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন চীনের একটি আদালত

বুধবার (১১ আগস্ট) রায় দেওয়া হয়

খবর বার্তা সংস্থা এএফপি

জানা যায়, অনেকদিন ধরে চীন উত্তর কোরিয়ার সঙ্গে ভ্রমণ বিনিময় ব্যবসা করছিলেন স্পাভোর সুযোগে রাষ্ট্রের গোপন সংবাদ আদান-প্রদান গুপ্তচরবৃত্তিতেও লিপ্ত ছিলেন তিনি এই অপরাধে তাকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে

ঘটনায় আদালত এক বিবৃতিতে জানায়, স্প্যাভর গুপ্তচরবৃত্তি করেছেন অবৈধভাবে রাষ্ট্রের গোপন তথ্য পাচার করেছেন তাই তাকে দণ্ড দেওয়া হয়েছে

প্রসঙ্গত, ২০১৮ সালে কানাডার ভ্যাংকুভার বিমানবন্দরে গ্রেফতার করা হয় চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝুকে তাকে গ্রেফতারের পর চীন অভিযোগ করে বলে, ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তার কিছুদিন পরই স্প্যাভর চীনে গ্রেফতার হন

ঘটনার নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি বলেন, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আনা অভিযোগ একেবারেই ভিত্তিহীন অগ্রহণযোগ্য সেসঙ্গে তিনি অবিলম্বে মাইকেল স্পাভোর মুক্তি দাবি করেছেন

এদিকে চীনে অবস্থিত মার্কিন দূতাবাসও কানাডার ওই ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়ায় এক বিবৃতিতে চীনের কঠোর সমালোচনা করে বলেছে, মানুষের জীবন নিয়ে দরকষাকষি করছে চীন

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।