ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ২০০ কোটি ডলার সাহায্যের আহবান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০
পাকিস্তানে ২০০ কোটি ডলার সাহায্যের আহবান জাতিসংঘের

জাতিসংঘ: ভয়াবহ বন্যা কবলিত পাকিস্তানে সহায়তার জন্য শুক্রবার জাতিসংঘ ২০০ কোটি ডলার জরুরি সাহায্য সংগ্রহের আহবান জানিয়েছে।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন আবেদন জানানো সময় বলেন, ‘৬৫ বছরের জাতিসংঘের ইতিহাসে পাকিস্তানের বন্যা সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়’।

 

বন্যায় ভয়াবহতা অতীতের সব প্রাকৃতিক বিপর্যয় ছাড়িয়ে গেছে। এতে কমপক্ষে ২ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। বাড়ি হারা হয়েছেন ২ কোটি মানুষ। ১৯ লাখ বাড়ি ধ্বংস  হয়েছে। রাস্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। খাদ্য ও বিশুদ্ধ পানির  সংকট দেখা দিয়েছে। পানিবাহিত রোগ ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে। এখানে মশার কামরে ডেঙ্গু ও ম্যালেরিয়া ছড়িয়ে পড়ায় লাখ লাখ মানুষ এসব রোগে আক্রান্ত হচ্ছে।  

পরবর্তী ১২ মাসের মধ্যে ২০০ কোটি ডলার সাহায্য দেওয়ার জন্য জাতিসংঘের ১৫ টি সংস্থার কাছে আহবান জানানো হয়েছে। এ অর্থ দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত এক কোটি ৪০ লাখ মানুষকে সহায়তা দেওয়া হবে বলে জাতিসংঘের মানবিক সহায়তা কার্যালয় থেকে জানানো হয়েছে।

বন্যার পানি এখনো পাকিস্তানের উত্তরাঞ্চল থেকে দণিক্ষাঞ্চলের প্রদেশগুলোতে যাচ্ছে।

খাদ্য কেনা, জরুরি আশ্রয় কেন্দ্র, কৃষি পুর্ন:গঠন ও বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ পয়:নিস্কশনের ব্যবস্থা করতে প্রচুর অর্থের প্রয়োজন বলে জাতিসংঘ জানিয়েছে ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।