ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মহাকাশেও স্বাদ নেওয়া যাবে ধোঁয়া ওঠা গরম পিজার! 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
মহাকাশেও স্বাদ নেওয়া যাবে ধোঁয়া ওঠা গরম পিজার!  পিজা

মহাকাশে গিয়ে নভোচারীরা পৃথিবীকে মিস করেন, সেই সঙ্গে মিস করেন এখানকার মজার মজার খাবারগুলোও। তাইতো এবার অন্য প্রয়োজনীয় পণ্যের সঙ্গে পিজাও পাঠানো হলো।

 

বার্তা সংস্থা এপি জানিয়েছে, মার্কিন মহাকাশ কোম্পানি নর্থরোপ গ্রুম্যান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সর্বশেষ যে পণ্য পাঠিয়েছে তাতে সাতজনের জন্য এ পিজাও রাখা হয়েছে। মঙ্গলবার কোম্পানিটির সিগনাস কার্গো রকেটে করে এসব পণ্য পাঠানো হয়।

এপি বলছে, সর্বশেষ চালানে মোট আট হাজার দুইশ পাউন্ড বা তিন হাজার সাতশ কিলোগ্রামের পণ্য পাঠানো হয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। এতে রয়েছে তাজা আপেল, টমেটো ও কিউয়ি। এনিয়ে মার্কিন মহাকাশ সংস্থা নাসার হয়ে ১৬তম বারের মতো পণ্য মহাকাশে পাঠাল নর্থরোপ গ্রুম্যান। যদিও এটিই সবচেয়ে বড় সরবরাহের চালান।

বাংলাদেশ সময় ঘণ্টা: ০৯০০, আগস্ট ১৩, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।