ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানবিরোধী যেকোনো প্রস্তাবে ভেটো দেবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
ইরানবিরোধী যেকোনো প্রস্তাবে ভেটো দেবে রাশিয়া মিখাইল উলিয়ানভ

ইরানের বিরুদ্ধে যেকোনো প্রস্তাবে রাশিয়া ভেটো দেবে বলে জানিয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ।  

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র বোর্ড অব গভর্নরসে তেহরানের বিরুদ্ধে প্রস্তাব না তোলার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

উলিয়ানভ বলেন, কোনো রকমের অস্পষ্টতা নেই যে, আইএইএ’র বোর্ড অব গভর্নর্সে ইরানবিরোধী প্রস্তাব তোলা হলে রাশিয়া তাতে ভেটো দেবে। সে ক্ষেত্রে যেসব দেশ ইরানবিরোধী প্রস্তাব পাসের স্বপ্ন দেখছে, তারা যেন সেটি ভুলে যায়।

উলিয়ানভ বলেন, এমন কোনো প্রস্তাব উত্থাপনের প্রয়োজন নেই, যা হবে দায়িত্বজ্ঞানহীন এবং পরিস্থিতিকে ভিন্ন দিকে নিয়ে যায়। কূটনৈতিকভাবে ভালো কিছু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার মিখাইল উলিয়ানভ এক টুইটার বার্তায় বলেন, তেহরানের বিরুদ্ধে এমন কোনো প্রস্তাব পাস করার দরকার নেই, কারণ এটি শুধু দায়িত্বজ্ঞানহীনই হবে না বরং এতে পরিস্থিতি চরমভাবে বিগড়ে যাবে। তিনি জোর দিয়ে বলেন, কূটনীতি হচ্ছে সমস্যা সমাধানের ভালো পথ।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
জেএইচটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।