ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পোষা কুকুরের জন্য বিমানের সব টিকিট কিনলেন মালিক 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
পোষা কুকুরের জন্য বিমানের সব টিকিট কিনলেন মালিক 

পোষা কুকুরের জন্য বিমানের একটি বিজনেস ক্লাস ফ্লাইটের সব টিকিট কেটে নিয়েছেন এক ব্যক্তি। এ খবর প্রকাশ পেতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমসনাউনিউজের প্রতিবেদনে বলা হয়, ভারতের মুম্বাই থেকে চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার AI-671 বিমানটির বিজনেস ক্লাসের সব টিকিট কেটেছিলেন পোষা কুকুরের মালিক। ১২টি কুকুর ওই ফ্লাইটে বহন করেন তিনি। এতে তাকে খরচ করতে হয়েছে অন্তত ২ লাখ ৮৯ হাজার ৪৮৩ টাকা। ওই কুকুরগুলো ‘মালটিস স্নোয়ি ফারবল’ প্রজাতির  

এয়ার ইন্ডিয়ার ডমেস্টিক ফ্লাইটে একটি বিজনেস ক্লাস টিকিটের দাম সাধারণ ২০ হাজার রুপি। ওই ফ্লাইটে বিজনেস ক্লাসে টিকিটের সংখ্যা ছিল ১২টি।  

ভারতের বিমানসংস্থাগুলোর মধ্যে কেবলমাত্র এয়ার ইন্ডিয়াই পোষা প্রাণীদের যাত্রীদের সঙ্গে কেবিনে রাখার অনুমতি দেয়। তবে একসঙ্গে কেবল দুটি পোষা প্রাণী সঙ্গে রাখা যায়। এ কারণে ওই ব্যক্তি নিজের পোষা প্রাণীর জন্য বিমানের সব টিকিট কেটে নেন।

পোষা প্রাণীর জন্য বিমানের সব টিকিট কেটে নেওয়ার ঘটনা ভারতে এটাই প্রথম বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
জেএইচটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।