ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

আন্তর্জাতিক

বিয়ের কার্ডে লেখা খাবারের মাথাপিছু দাম! 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, নভেম্বর ১১, ২০২১
বিয়ের কার্ডে লেখা খাবারের মাথাপিছু দাম!  প্রতীকী ছবি

বিয়েতে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনকে দাওয়াত দেওয়া হয়েছে। এ জন্য তাদের সবার কাছে পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র।

এ পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু তারপর যা করা হয়েছে, এর জন্য হয়তো কেউই প্রস্তুত ছিলেন না।  

পরের ঘটনায় হতবাক হয়ে যান অতিথিরা। বিয়ের কার্ডে লেখা খাবারের মাথাপিছু দাম, যা দেখে চোখ কপালে ওঠে আমন্ত্রিতদের। এমন অভিনব ঘটনা ঘটিয়েছেন যুক্তরাষ্ট্রের এক নব দম্পতি।  

এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম রেডডিট’র একজন ব্যবহারকারী এই ঘটনাটি শেয়ার করেছেন। পরে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।  

বিয়ের ওই আমন্ত্রণপত্রে লেখা ছিল, ‘আমরা খাবারের খরচের সামর্থ্য রাখতে পারছি না, তাই মাথাপিছু ৯৯ মার্কিন ডলার (৮ হাজার ৫৪৩ টাকা) খরচ করে খেতে হবে। তবে শিশুদের বিনামূল্যে খাবারের বন্দোবস্ত করা হবে। ’ 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ওই আমন্ত্রণপত্রে টাকার কথা উল্লেখ দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।