ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘আমার মৃত্যুর জন্য শাশুড়ি দায়ী’

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
‘আমার মৃত্যুর জন্য শাশুড়ি দায়ী’

শ্বশুরবাড়িতে অত্যাচার সহ্য করতে না পেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে নিজের হাতে একটি সুইসাইড নোট লিখে যান তিনি।

এ ঘটনায় তার স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।  

ভারতীয় সংবামাধ্যম আজকাল ও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় শ্বশুরবাড়ির ঘর থেকেই পূজা চন্দ নামের ওই গৃহবধূর নিথর দেহ উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত্য ঘোষণা করেন।  

হাসপাতালেই পূজার হাতের তালুতে একটি সুইসাইড নোট দেখা যায়। এতে লেখা, ‘আমার মৃত্যুর জন্য আমার শাশুরি দাই (শাশুড়ি দায়ী)। ইতি পূজা। ’

এ ঘটনায় পূজার স্বামী সঞ্জয় চন্দকে বৃহস্পতিবার এবং শাশুড়িকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। তাদের নামে ৩০৪(বি) ধারায় মামলা রুজু করা হয়েছে।  

যৌতুকের জন্য শ্বশুরবাড়ি থেকে কোনো চাপ দেওয়া হচ্ছিল কি না, তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এক পুলিশকর্তা।  

পূজার বাবা জানান, বছরখানেক আগে ২০ বছরের পূজার সঙ্গে সঞ্জয়ের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে তার মেয়েকে অত্যাচার করত তার জামাই ও শাশুড়ি।  

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
জেএইচটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।