ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সাইবার হামলা প্রতিহত করেছে ইরানের এয়ারলাইন্স

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪১, নভেম্বর ২২, ২০২১
সাইবার হামলা প্রতিহত করেছে ইরানের এয়ারলাইন্স

ঢাকা: ইরানের বেসামরিক এয়ারলাইন্স ‘মহান এয়ার’ সম্প্রতি একটি সাইবার হামলা প্রতিহত করেছে।  

রোববার (২১ নভেম্বর) মহান এয়ারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মহান এয়ারের জনসংযোগ দপ্তরের মহাপরিচালক আমির হোসেইন যোল-আনওয়ারি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেছেন, এ ধরনের সাইবার হামলা নতুন কিছু নয় বরং বেশ কয়েকবার সফলতার সঙ্গে এমন সাইবার হামলা তারা মোকাবিলা করেছেন।

তিনি বলেন, সাম্প্রতিক সাইবার হামলার কথা জানতে পেরে বিমানের নিরাপত্তা টিম বিচক্ষণতার সঙ্গে তা নস্যাৎ করেছে এবং সময়মত সব কিছু হয়েছে।

যোল-আনোয়ারি বলেন, বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত ফ্লাইট সিডিউল অনুযায়ী চলবে এবং কোনো ধরনের পরিবর্তন আনা হলে তা আগেই জানিয়ে দেয়া হবে।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।