ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় পাওয়া গেল করোনার নতুন ভ্যারিয়েন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
দক্ষিণ আফ্রিকায় পাওয়া গেল করোনার নতুন ভ্যারিয়েন্ট

ঢাকা: বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। এরইমধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য।

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকায়। এই ভ্যারিয়েন্টটি বহুবার রূপ বদল করতে পারে। সম্প্রতি করোনার সংক্রমণ বাড়ার পেছনে এটি দায়ী বলে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা জানিয়েছেন।

এ ব্যাপারে ভাইরাসবিদ তুলিও ডি অলিভেইরা বলেছেন, ‘দুর্ভাগ্যবশতঃ আমরা নতুন একটি ভ্যারিয়েন্ট শনাক্ত করেছি, যেটি দক্ষিণ আফ্রিকায় উদ্বেগের কারণ। ’

তিনি জানিয়েছেন, বৈজ্ঞানিকভাবে B.1.1.529 হিসেবে চিহ্নিত ভাইরাসটি বহুবার নিজের মধ্যে রূপান্তর ঘটাতে পারে। বতসোয়ানা ও হংকং থেকে দক্ষিণ আফ্রিকায় আসা ভ্রমণকারীদের মধ্যেও এই ভ্যারিয়েন্টটি পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ০৭২৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।