ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উন্নত জীবনের আশায় বাংলাদেশে আসতে চান পশ্চিমবঙ্গের মানুষ!

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
উন্নত জীবনের আশায় বাংলাদেশে আসতে চান পশ্চিমবঙ্গের মানুষ! প্রতীকী ছবি

কাজের সন্ধান বা উন্নত জীবনের আশায় বাংলাদেশে আসার পক্ষে মত দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অনেকেই। সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারতজুড়ে জরিপটি চালায় আইএএনএস-সিভোটার স্ন্যাপ পোল। মোট ২ হাজার ৩৩৯ জনের ওপর চালানো হয় এই জরিপ। এতে অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ।  

ওই জরিপে বলা হয়, চাকরির সন্ধানে কিংবা আরও উন্নত জীবনের আশায় অনেকেই বাংলাদেশে পাড়ি দিতে পারেন বা বাধ্য হতে পারেন— এই মত দিয়েছেন ২৮.৩ শতাংশ ভারতীয় নাগরিক।  

জরিপে অংশ নেওয়া অল্প-বয়সীদের একটি অংশ জানায়, কাজের সন্ধানে পশ্চিমবঙ্গ থেকে অনেকে বাংলাদেশে পাড়ি দিতে পারেন। আর বয়স্কদের অল্প সংখ্যকের অভিমত, আগামীতে এমন দিন আসতেও পারে।  

ভবিষ্যতে এমন দিন আসতে পারে—এমন আশঙ্কা দেখছেন শতকরা ১৯.৮ ভাগ মানুষ। আর ৮.৫ শতাংশ মানুষের দৃঢ় বিশ্বাস, আগামীতে এমন দিন আসবে, যখন চাকরির খোঁজে পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশই বেছে নেবে।  

তবে জরিপে অংশ নেওয়া ৩৭.৫ শতাংশ মানুষ এর বিপক্ষে মত দিয়েছেন।

জরিপে ৩৪.২ শতাংশ মানুষ জানায়, কাজের সন্ধানে নিকট ভবিষ্যতে পশ্চিমবঙ্গ থেকে কোনো মানুষ বাংলাদেশে আসতে পারেন কি না, এ বিষয়ে তাদের কোনো স্বচ্ছ ধারণা নেই।  

সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানায়, জিডিপিতে ভারতকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ। আইএমএফএর পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের জিডিপি হবে ২১৩৮.৭৯৪ মার্কিন ডলার। একই সময় ভারতের জিডিপি হবে ২১১৬.৪৪৪ মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
জেএইচটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।