ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

করোনায় খাওয়ার ওষুধ ভারতে অনুমোদন 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, ডিসেম্বর ২৮, ২০২১
করোনায় খাওয়ার ওষুধ ভারতে অনুমোদন 

করোনা ভাইরাসে আক্রান্তদের জরুরি প্রয়োজনে অ্যান্টি-ভাইরাল ওষুধ ‘মলনুপিরাভির’ ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত। একই সঙ্গে কোভোভ্যাক্স ও কোরবেভ্যাক্স টিকা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া এক টুইটে এ তথ্য নিশ্চিত করেন।  

এনডিটিভি ও দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, জরুরি প্রয়োজনে দুটি টিকা ও খাওয়ার ওষুধ ব্যবহারের অনুমতি দিয়েছে ভারতে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)।  

এর আগে টিকা দুটি কেন্দ্রীয় সংস্থার বিশেষজ্ঞ প্যানেলের বিবেচনায় ছিল। সোমবার ওই বিশেষজ্ঞ প্যানেল চূড়ান্ত ছাড়পত্রের জন্য পাঠায়। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় তা ব্যবহারের অনুমতি দেয়।  

প্রসঙ্গত, করোনা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত মোট ৮টি টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।  

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।