ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিল: নিয়ন্ত্রণের বাইরে বনাঞ্চলের আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০
ব্রাজিল: নিয়ন্ত্রণের বাইরে বনাঞ্চলের আগুন

ব্রাসিলিয়া: ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার পাশ্ববর্তী ন্যাশনাল পার্কের বনাঞ্চলে আগুন ধরে রোববার তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পার্কের ব্যবস্থাপনা বিভাগ থেকে বার্তাসংস্থা এএফপি’কে এ তথ্য জানানো হয়েছে।



পার্কের আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কমপক্ষে ১৪০ জন অগ্নিনির্বাপণ কর্মী কাজ করে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, ওই শুষ্ক জমিতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে। পার্কটি আগুয়া মিনারেল নামেও পরিচিত।

পার্কের কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে এখনো কেউ হতাহত হয়নি। তারা আরও বলেন, কোনো ব্যক্তিসম্পদ আপাতত ঝুঁকির মধ্যে নেই।

৩০ হাজার হেক্টরের এই উদ্যান রাজধানীর উত্তরপশ্চিমাঞ্চলে কয়েক কিলোমিটার দূরে ও সরকারের মন্ত্রণালয়ের মূল ভবন থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত।
 
বাংলাদেশ স্থানীয় সময়: ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।