করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সুইডিশ প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন (৫৪)। স্থানীয় সময় শুক্রবার (১৪ জানুয়ারি) নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্তের কথা নিশ্চিত করা হয়।
দেশটিতে চলতি সপ্তাহে ব্যাপকহারে ওমিক্রন ছড়িয়ে পড়ার মধ্যে করোনা শনাক্ত হলেন ম্যাগডালেনা।
তার প্রেস সচিব স্থানীয় একটি বার্তা সংস্থাকে জানিয়েছেন, করোনা শনাক্ত হলেও প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো। তিনি স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং বাসা থেকে কাজ চালিয়ে যাবেন।
সুইডেনে এ সপ্তাহের প্রথমদিকে করোনা শনাক্ত হন সোশ্যাল ডেমোক্রেটিক দলের আরও কয়েকজন নেতা। এছাড়া সুইডেনের রাজা, রানি এবং ক্রাউন প্রিন্সও চলতি মাসে করোনা শনাক্ত হন।
বর্তমানে দেশটিতে প্রতিদিন প্রায় ২৫ হাজার জনের করোনা শনাক্ত হচ্ছে। এ মাসের শেষের দিকে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আনুমানিক হিসাব দিয়েছে দেশটির স্বাস্থ্য সংস্থা।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনায় আসেন সুইডশ প্রধানমন্ত্রী অ্যান্ডারসন।
দেশটির নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দিনই তিনি পদত্যাগ করেছিলেন। অবশ্য একদিনের ব্যবধানে নির্বাচিত হয়ে তিনি আবারও ক্ষমতা গ্রহণ করেন।
সূত্র: পলিটিকো, দ্য নিউইয়র্ক টাইমস
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এনএসআর