ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বান কি মুন-আহমাদিনেজাদ বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০
বান কি মুন-আহমাদিনেজাদ বৈঠক

নিউইয়র্ক: পরমাণু ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে গঠনমূলক সম্পর্ক স্থাপনের জন্য ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের প্রতি আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

গত নির্বাচন পরবর্তী ইরানে সহিংসতার উল্লেখ করে বান কি মুন বলেন, ‘জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার গুরুত্বের ওপর জোর দেন।



আহমাদিনেজাদ গত বছর ব্যপক বিক্ষোভের মুখে পুনরায় ক্ষমতায় আসেন।

জাতিসংঘের মহাসচিব আশা করেনÑ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়াকে পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণের অনুমতি দেবে ইরান। নিরাপত্তা পরিষদের সঙ্গে ঐক্যমতে পৌঁছানোরও আহবান জানান তিনি।

উল্লেখ্য, পশ্চিমা বিশ্ব বিশ্বাস করে, ইরানের পরমাণু কর্মসূচির ল্য পরমাণু অস্ত্র তৈরি করা। তবে ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।