ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কাছে আফগানিস্তানের সাঙ্গিনের দায়িত্ব হস্তান্তর ব্রিটেনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০
যুক্তরাষ্ট্রের কাছে আফগানিস্তানের সাঙ্গিনের দায়িত্ব হস্তান্তর ব্রিটেনের

লন্ডন: যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সাঙ্গিন অঞ্চলের দায়িত্ব সোমবার মার্কিন সেনাদের কাছে হস্তান্তর করেছে ব্রিটিশ সেনারা। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সোমবার এ তথ্য জানানো হয়েছে।



আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (আএসএএফ) সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘ব্রিটিশ সেনাবাহিনী সাঙ্গিন অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব মার্কিন সেনাদের হাতে হস্তান্তর করেছে। ’

সাঙ্গিন অঞ্চলে ব্রিটিশ সেনাদের অনেক মূল্য দিতে হয়েছে। সেখানে ১০০ জনেরও বেশি সেনা নিহত হয়েছে সেখানে, যা আফগানিস্তানে ২০০১ সালে হামলার পর মোট নিহতের এক-তৃতীয়াংশ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।