ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় নাইটক্লাবে সংঘর্ষের পর আগুন, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
ইন্দোনেশিয়ায় নাইটক্লাবে সংঘর্ষের পর আগুন, নিহত ১৯

ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশের একটি নাইটক্লাব দুই পক্ষের সংঘর্ষের সময় পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় সেখানে ১৯ জন নিহত হয়েছেন।

 

সোমবার রাতে সংঘর্ষে জড়িয়ে পড়া গোষ্ঠীগুলোর এক সদস্যও নিহত হয়েছেন। পরে ১৮টি মরদেহ উদ্ধার করা হয়।  

পশ্চিম পাপুয়া পুলিশের মুখপাত্র অ্যাডাম এরউইন্ডি এ তথ্য নিশ্চিত করেছেন।  

কী কারণে এই সংঘর্ষ হয়েছে এবং আগুন লাগানো হয়েছে নাকি দুর্ঘটনাবশত লেগেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

এরউইন্ডি আরও বলেন, তদন্তের পাশাপাশি পুলিশ কর্মকর্তারা আরও অনুকূল পরিস্থিতি তৈরি করতে দুই দলের প্রধানদের সঙ্গে বৈঠক করছেন।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।