ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় মার্কিন অভিযানে আইএস প্রধান নিহত: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
সিরিয়ায় মার্কিন অভিযানে আইএস প্রধান নিহত: বাইডেন

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) ইরাক অঞ্চলের প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল কুরাইশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এক বিবৃতিতে জো বাইডেন বলেন, বুধবার দিবাগত রাতে আমার নির্দেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সফলভাবে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে। যুক্তরাষ্ট্রের নাগরিক ও আমাদের মিত্রদের সুরক্ষা নিশ্চিত এবং বিশ্বকে একটি নিরাপদ স্থানে হিসেবে গড়ে তোলা এই অভিযানের লক্ষ্য ছিল।

এদিকে হোয়াইট হাউজের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ছবি প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে- বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সিচুয়েশন রুমে বসে অভিযান দেখছেন।

বিশেষ অভিযান চালানো মার্কিন বাহিনী নিরাপদে দেশে ফিরেছে বলেও নিশ্চিত করেছেন বাইডেন।

এর আগে বিশেষ এই অভিযানে নারী ও শিশুসহ অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল আল জাজিরা।

আরও পড়ুন: সিরিয়ায় এক জঙ্গিকে মারতে গিয়ে ১২ জনের প্রাণ নিল মার্কিন বাহিনী

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।