ঝড়ে বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। তাই বিদ্যুৎ বিভাগের কাছে ক্ষতিপূরণ চেয়েছিলেন গ্রাহক গ্যারেথ হিউজ।
সামান্য অর্থে সেই কাজ করা গেলেও যুক্তরাজ্যের ওই গ্রাহককে দেওয়া হয় ২.৩ ট্রিলিয়ন ইউরোর একটি চেক। সেই চেক পেয়ে বিদ্যুৎ বিভাগকে কৃতজ্ঞতাও জানান তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দি ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, চেকের ছবি যুক্ত করে একটি টুইট করেন গ্যারেথ হিউজ। সেই টুইট অল্প সময়েই ভাইরাল হয়ে যায়।
গ্রাহককে বিশাল অঙ্কের অর্থ দেওয়ার বিষয়টি তখন নজরে আসে ব্রিটিশ বিদ্যুৎ সংস্থা নর্দার্ন পাওয়ারগ্রিড কর্তৃপক্ষের। পরে তারা বিষয়টি নিয়ে বিবৃতি দেয়। প্রতিষ্ঠানটি বলছে, ভুল করেই বিপুল পরিমাণ অর্থের চেক পৌঁছেছে ওই গ্রাহকের কাছে।
প্রতিষ্ঠানটি নোটিশ পাঠিয়ে ক্ষমা চায় ওই গ্রাহকের কাছে। একই সঙ্গে ৭৪ গ্রাহকের কাছে ক্ষমা চায় তারা। কেননা, তাদের সবার কাছেই একই চেক সরবরাহ করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
জেএইচটি
Thank you for our compensation payment @Northpowergrid for the several days we were without power following #stormarwen Before I bank the cheque however, are you 100% certain you can afford this? #trillionpounds pic.twitter.com/z5MNc2Nxl1
— Gareth Hughes (@gh230277) February 12, 2022