ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নারী ট্রেনচালক নিচ্ছে সৌদি, ২৮ হাজার আবেদন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
নারী ট্রেনচালক নিচ্ছে সৌদি, ২৮ হাজার আবেদন!

সৌদি আরবে এবার নারী ট্রেনচালক নেওয়া হচ্ছে। একটি রেল কোম্পানি নিয়োগ দেবে ৩০ জন নারী চালক।

নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর বিস্ময়করভাবে আবেদনপত্র জমা পড়েছে ২৮ হাজার।  

যারা চাকরি পাবেন, তাদের এক বছরের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এরপর তারা দেশটির পবিত্র শহর মক্কা ও মদিনার মধ্যে উচ্চ-গতির ট্রেন চালানোর সুযোগ পাবেন।

এবারই প্রথম সৌদি আরবে এরকম কোনো পদে নারী নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

সম্প্রতি কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করছে সৌদি আরব। শুধু তেল-নির্ভর  অর্থনীতিকে বহুমুখী করার জন্যই সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের এই প্রচেষ্টা।  

রক্ষণশীল সৌদি আরবে কয়েক বছর আগেও নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না। সেখানে অভিভাবকত্ব আইন শিথিল করে নারীদের আগের চেয়ে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।