ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নেতৃত্ব নির্বাচনে দিনক্ষণ ধার্য উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০
নেতৃত্ব নির্বাচনে দিনক্ষণ ধার্য উত্তর কোরিয়ার

সিউল: উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের নতুন নেতৃত্ব নির্বাচনে আগামী ২৮ সেপ্টেম্বর কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বৈঠকে বসতে যাচ্ছে। রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।



মূলত ২০০৮ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইল অসুস্থ হয়ে পড়েন বলে ধারণা করা হয়। কেননা, এরপর থেকেই তার শরীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিশ্লেষকরা জানাচ্ছেন, কিমের উত্তরসূরী হিসেবে তারই ছোট ছেলে কিম জন-উন নেতৃত্বে আসতে যাচ্ছেন।

তবে বর্তমানে ৬৮ বছর বয়সী শুধু শারীরিক অবস্থার কারণে অবসরে যাবেন বলে অনেকেই আশা করছেন না। কেননা, সম্ভাব্য নেতা ও তার ২০ বছরের ছেলে এখনই ক্ষমতা নেওয়ার জন্য খুবই তরুণ ও অনভিজ্ঞ বলে বিশ্লেষকদের মন্তব্য।

তবে বাবা-ছেলে একসঙ্গে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে সামনের দিনগুলোতে দেশটির ক্ষমতায় এ পরিবারের আধিপত্য আরও মজুবত করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়ে থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে।  

১৯৮০ সালের পর এটাই হবে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় কোনো সমাবেশ। সে-সময় কিম জং-ইল আনুষ্ঠানিকভাবে তার বাবার কাছ থেকে দায়িত্ব নেন এবং ৩৮ বছর বয়সে শ্রমিক দলের হয়ে রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করেন।

দক্ষিণ কোরিয়া, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের মত দেশগুলো উত্তর কোরিয়ার ক্ষমতা পরিবর্তনের মত গুরুত্বপূর্ণ এ ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।