ইউক্রেনে রাজধানী কিয়েভের উত্তর ও উত্তর পশ্চিমদিকে রুশ বাহিনীর অব্যাহত আক্রমণের মুখে সেখানে প্রচণ্ড লড়াই চলছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে পশ্চিম দিকে তীব্র লড়াই হচ্ছে।
ইউক্রেনের পার্লামেন্টের একজন সদস্য ইনা সোভসান বিবিসিকে বলেন, রুশরা উল্লেখযোগ্য কোনো অগ্রগতি ঘটাতে হিমশিম থাচ্ছে।
ইউক্রেনের কর্তৃপক্ষ আরও বলছে, সংঘাতে এ পর্যন্ত ৫২টি শিশু নিহত হয়েছে।
ইউক্রেনের ৬ অঞ্চলে যুদ্ধবিরতি
রাশিয়ার আগ্রাসন ঠেকাতে দুই সপ্তাহ ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। দেশটি ছেড়ে লাখ লাখ মানুষ পাশের দেশগুলোতে পালিয়ে যাচ্ছে। এখনো তুমুল যুদ্ধ চলছে ইউক্রেনজুড়ে।
হামলায় বিধ্বস্ত ইউক্রেনের ছয়টি অঞ্চলে ১২ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেসচুক এ তথ্য জানিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।
ছয়টি অঞ্চল হলো- রাজধানী কিয়েভের কিছু অংশ, খারকিভ, চেরনিহিভ, সুমি ও মারিওপোল। এসব শহর থেকে বেরিয়ে যাওয়ার জন্য ‘মানবিক করিডর’ বুধবার সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই ছয়টি অঞ্চলের কয়েক লাখ লোক লড়াইয়ের কারণে খাদ্য, পানি, বিদ্যুৎ ও ওষুধের অভাবের মধ্যে আটকা পড়েছে।
উত্তরপূর্বের সুমি শহরের মেয়র বলেছেন, সেখান থেকে লোকজন ইতোমধ্যেই গাড়িতে করে বেরিয়ে যেতে শুরু করেছেন।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
জেএইচটি