ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কলম্বিয়ায় অভিযানে ৬০ বামপন্থী বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০

বোগোতা: কলম্বিয়ায় বিমানবাহিনীর হামলায় রোববার বামপন্থী ফার্ক বাহিনীর কমপক্ষে ৬০ জন গেরিলা নিহত হয়েছেন। সোমবার নতুন এ তথ্য জানিয়েছেন দেশটির সেনাকমান্ডার অ্যাডমিরাল এডগার কেলি।



যদিও এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল নিহতের সংখ্যা ২২ জন।

ইকুয়েডর সীমান্তের কাছে গত রোববার ভোরের দিকে কলম্বিয়ার পুতুমায়ো প্রদেশে একটি গ্রামীণ এলাকায় ফার্ক গেরিলা বাহিনীর ঘাঁটি সন্দেহে বিমান থেকে বোমা নিক্ষেপ করলে এই নিহতের ঘটনা ঘটে।

কেলি বলেন, ‘গোয়েন্দাবাহিনীর তথ্য মতে, সেখানে ৬০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। ’ তিনি আরও বলেন, নিহতদের মধ্যে ফার্ক গেরিলাবাহিনীর দুইজন উচ্চ পর্যায়ের নেতা রয়েছেন।

এদিকে, এই অভিযানে সমর্থন করার জন্য পার্শ্ববর্তী ইকুয়েডরকে ধন্যবাদ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস।

গত দুই সপ্তাহে, ফার্ক সন্ত্রাসী দলের হামলায় কমপক্ষে ৫০ জন পুলিশ ও সেনা কর্মকর্তা নিহত হয়।

উল্লেখ্য, ১৯৬৪ সালে র্ফাক গঠিত হয়। দলটির সদস্য সংখ্যা আট হাজার

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।