ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যে ইউক্রেনের কৃষিমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
যুদ্ধের মধ্যে ইউক্রেনের কৃষিমন্ত্রীর পদত্যাগ ইউক্রেনের কৃষিমন্ত্রী রোমান লেশচেঙ্কো

ইউক্রেনে এক মাস ধরে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। এতে বহু হতাহতের খবর পাওয়া গেছে।

এই যুদ্ধের মধ্যেই ইউক্রেনের কৃষিমন্ত্রী রোমান লেশচেঙ্কো পদত্যাগ করেছেন।  

বৃহস্পতিবার (২৪ মার্চ) রোমান লেশচেঙ্কোর একজন সহযোগী বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন, সে সম্পর্কে কিছু জানানো হয়নি।  

ইউক্রেনের কৃষিমন্ত্রীর ওিই সহযোগী বলেন, পদত্যাগপত্র গ্রহণ করা হবে কি না, তা নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হবে। বৃস্পতিবারই তা অনুষ্ঠিত হতে পারে।

রুশ হামলার কারণে ইউক্রেনে বসন্তে বীজ বপন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কয়েক দিন আগে জানিয়েছিলেন কৃষিমন্ত্রী রোমান লেশচেঙ্কো। তিনি বলেছিলেন, গত বছরের তুলনায় এ বছর ইউক্রেনে শস্যের আবাদ অর্ধেকে নেমে এসেছে। রুশ হামলা শুরুর আগে ইউক্রেন দেড় কোটি হেক্টর জমিতে আবাদের পরিকল্পনা করলেও মাত্র ৭০ লাখ হেক্টর জমিতে আবাদ করা গেছে।

বিশ্বের অন্যতম বড় কৃষি পণ্যের উৎপাদক ও রপ্তানিকারক দেশ ইউক্রেন। দেশটির কৃষি খাত ক্ষতিগ্রস্ত হওয়ায় গোটা বিশ্বের ওপর এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, কৃষিমন্ত্রী রোমান লেশচেঙ্কোর জায়গায় দেশটির জ্যেষ্ঠ আইনপ্রণেতা মাইকোলা সোলস্কি দায়িত্ব পেতে যাচ্ছেন।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।