ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দারিদ্র্যের কবলে পড়তে যাচ্ছে ইউক্রেনের ৯০ শতাংশ মানুষ! 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
দারিদ্র্যের কবলে পড়তে যাচ্ছে ইউক্রেনের ৯০ শতাংশ মানুষ!  পোল্যান্ডে ইউক্রেনের শরণার্থীরা

ইউক্রেনে রুশ আগ্রাসনের দ্বিতীয় মাস চলছে। এরই মধ্যে দেশটির অনেক শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এভাবে যুদ্ধ চলতে থাকলে ইউক্রেনের ৯০ শতাংশ মানুষ দারিদ্র্যের সম্মুখীন হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের সংঘাত দ্রুত বন্ধ না হলে দেশটির ৯০ শতাংশ জনসংখ্যা দারিদ্র্যের কবলে পড়তে পারে।

চলমান দোহা ফোরামের অংশ নেওয়া ইউএনডিপি কর্মকর্তা আচিম স্টেইনার আল-জাজিরাকে বলেন, ‘আমরা সারা দেশে দেখছি যে, লোকেরা তাদের জীবিকা হারিয়েছে’।  

জনগণকে সাহায্য করার জন্য কিছু সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে কিয়েভ। তবে স্টেইনার বলেন, লাখ লাখ মানুষ এখন আয় করতে পারছেন না। তাদের দেখাশোনা করা কর্তৃপক্ষের জন্য বিশাল কাজ।  

তিনি আরও বলেন, ইউক্রেন অর্থনীতির বড় অংশের সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। মৌলিক পৌর পরিষেবাগুলো কাজ করতে সক্ষম হচ্ছে না।  

এভাবে চলতে থাকলে আগামীতে যুদ্ধবিধ্বস্ত দেশটির অন্তত ৯০ শতাংশ মানুষ দারিদ্র্য হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তিনি। তাই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।