ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এ বছর হজের সুযোগ পাবেন ১০ লাখ ধর্মপ্রাণ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২২
এ বছর হজের সুযোগ পাবেন ১০ লাখ ধর্মপ্রাণ মানুষ

এ বছর সৌদি নাগরিকসহ বিশ্বের ১০ লাখ ধর্মপ্রাণ মানুষ হজের সুযোগ পাবেন। শনিবার (৯ এপ্রিল) সৌদি কর্তৃপক্ষের দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

খবর আল-জাজিরা

বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে গত দুই বছর শুধুমাত্র সৌদি আরবে বসবাসরত মাত্র কয়েক হাজার মুসলমান হজের সুযোগ পেয়েছিলেন। তবে, এ বছর করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের সুযোগ পাচ্ছেন।

সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে, দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর শুধুমাত্র তারাই হজের সুযোগ পাবেন, যাদের বয়স ৬৫ বছরের নিচে এবং যারা করোনার সব কয়টি ডোজ সম্পূর্ণ করেছেন।

সৌদি মন্ত্রণালয়ের ওই ঘোষণায় আরও বলা হয়, সরকারের কাছে হজযাত্রীদের নিরাপত্তা এবং সেই সঙ্গে নবীর মসজিদে দর্শনার্থীদের নিরাপত্তা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে বিশ্বব্যাপী সর্বাধিক সংখ্যক মুসলমান যাতে হজ করতে পারেন এবং নবী (সা.) রওজা মোবারক দর্শন করতে পারেন তাও নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

ঘোষণায় উল্লেখ করা হয়েছে বিদেশ থেকে আগতদের সৌদি আরবে রওনা হওয়ার ৭২ ঘণ্টা আগে পিসিআর টেস্টের মাধ্যমে করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। পাশাপাশি অতিরিক্ত স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করতে হবে।

হজ হল ইসলামের মূল পাঁচটি স্তম্ভের একটি। প্রাপ্ত বয়সের সব সামর্থ্যবান এবং সুস্থ মুসলমানের জন্য জীবনে কমপক্ষে একবার হজ পালন করা ফরজ (আবশ্যিক)।

বিশ্বে করোনা ভাইরাসের আবির্ভাবের আগে, প্রতি বছর প্রায় ২৫ লাখ মানুষ হজের জন্য সৌদি আরবে ভ্রমণ করতেন।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ৯ এপ্রিল, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।