ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নারী-শিশুর স্বাস্থ্য উন্নয়নে জাতিসংঘের ৪০০০ কোটি ডলার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০
নারী-শিশুর স্বাস্থ্য উন্নয়নে জাতিসংঘের ৪০০০ কোটি ডলার ঘোষণা

নিউইয়র্ক: বিশ্বজুড়ে নারী ও শিশুদের স্বাস্থ্যের মানোন্নয়নে বুধবার চার হাজার কোটি মার্কিন ডলার তহবিলের ঘোষণা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তিনি বলেন, এর ফলে  কোটি কোটি নারী-শিশুর জীবন রক্ষা পাবে।



বিভিন্ন দেশের সরকার, জনহিতৈষী ব্যক্তিত্ব ও বেসরকারি বিভিন্ন গোষ্ঠী এই অর্থ দেওয়ার প্রতিশ্রতি দিয়েছে।

দারিদ্র বিমোচনের লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী জাতিসংঘ সম্মেলনে বান কি মুন এসব কথা বলেন।

বান কি মুন বলেন, ‘আমরা জানি, নারী ও শিশুদের জীবন বাঁচাতে কী করতে হবে। আমরা জানি, সহাস্রাব্দ উন্নয়ন ল্যমাত্রার (এমডিজি) গুরুত্বপূর্ণ বিষয় হলো নারী ও শিশুদের জীবন রক্ষা করা। ’

মহাসচিব আনুমানিক হিসেব করে বলেন, নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক বিশ্বনীতির মাধ্যমে ২০১৫ সালে মধ্যেই এক কোটি ৬০ লাখ জীবন রক্ষা করা সম্ভব।

এর ল্ক্ষ্য হচ্ছে, অন্তঃসত্ত্বাকালীন ও সন্তান জন্মদানের সময় নারীদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু কমানো, পাঁচ বছর বা এরও কম বয়সী শিশুদের অকাল মৃত্যু ঠেকানো। এমডিজির মধ্যে এটাই সবচেয়ে ধীরগতির। অথচ এই লকত্ষ্যটা এক দশক আগে স্থির করা হয়েছিলো।

অস্ট্রেলিয়া, ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, জাপান, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ আফগানিস্তান ও জাম্বিয়া এই উদ্যোগে অবদান রেখেছে।

বিশ্বে ধনীদের বিভিন্ন ফাউন্ডেশন, মেক্সিকোর ধনকুবের কার্লোস স্লিম, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস অর্থদানকারীদের মধ্যে রয়েছেন। তারা মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং বহুজাতিক কোম্পানি এলজি ইলেকট্রনিকস ও ফাইজারের সঙ্গে যোগ দিবেন।

জাতিসংঘ শিশু তহবিল, বিশ্বস্বাস্থ্য সংস্থা ও বিশ্ব ব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন বানের ওই কাজে সহায়তা করবে।

এছাড়া সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় রয়েছে, যেসব মানুষ এক ডলারেরও কম অর্থে জীবনধারণ করে তাদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা, ক্ষুধার্ত মানুষের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা, এইডস-এর বিস্তাররোধ, সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন ও নারীর ক্ষমতায়ন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।