ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমতীরে আরও ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জুন ২, ২০২২
পশ্চিমতীরে আরও ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা পশ্চিমতীরে আরও ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।   বৃহস্পতিবার (২ জুন) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, বৃহস্পতিবার (২ জুন) ভোরে বেথেলহেম শহরের দক্ষিণাঞ্চলে ধেইশেহ শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত হন আয়মান মাহমুদ মাহিসেন (২৯)।  
 
ফিলিস্তিনের মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, মাহিসেন তিন সন্তানের জনক ছিলেন। তিনি গত তিন বছর ইসরায়েলের কারাগারেই ছিলেন।  

এদিকে স্থানীয় সময় বুধবার (১ মে) গভীর রাতে উত্তর পশ্চিমতীরের জেনিন শহরের বাইরে ইয়াবাদ গ্রামে অভিযান চালিয়ে বিলাল আওয়াদ কাবাহাকে (২৪) হত্যা করে ইসরায়েলি বাহিনী।  

কাবাহাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনি মারা যান।   

আল জাজিরা বলছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

পশ্চিমতীরে হামলার ঘটনার পর গত মার্চ থেকেই সেখানে অভিযান বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।  

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা,  জুন ০২, ২০২২ 
 ইআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।