ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানের নির্বাচন: অনিয়মের চার হাজার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

কাবুল: আফগানিস্তানের নির্বাচক পর্যবেক্ষকরা বুধবার জানিয়েছেন তারা নির্বাচনে অনিয়ম সংক্রান্ত প্রায় চার হাজার অভিযোগ পেয়েছেন।   এর মধ্যে দুই হাজার ৬৪টি অভিযোগ নির্বাচনের দিনের।



ভুয়া ভোট প্রদান ও তালেবানের ভয় ভীতি অভিযোগে অর্šÍভূক্ত রয়েছে।

নির্বাচন পর্যবেক্ষক কমিশনের (ইসিসি) মুখপাত্র আহমাদ জিয়া রেফাত বার্তাসংস্থা এএফপিকে জানান, মঙ্গলবার পর্যন্ত নির্বাচনের দিনের নানা অনিয়ম সংক্রান্ত ২০৬৪টি লিখিত অভিযোগ তারা পেয়েছেন। এছাড়া নির্বাচন পূর্ব অভিযোগ এসেছে একহাজার ৭০০টি। এনিয়ে কমিশনে মোট তিন হাজার ৭৬৪টি অভিযোগ জমা পড়ে।

নিয়ম অনুযায়ী আফগানিস্তান নির্বাচন সংক্রান্ত অভিযোগ তিন দিন পর্যন্ত দাখিল করা যায়। কমিশন ভোট গণনার সময় আরও অনিয়মের আশঙ্কা করছে।

নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ৪৩ লাখ ভোটার কোনো প্রকার ভয় ভীতি ছাড়া ভোট দেন।  

নির্বাচনের ভোট গণনার কাজ সারাদেশের ৩৪টি রাজ্যে শেষ হয়েছে এবং আংশিক ফলাফল প্রস্তুত হয়েছে। জাল ভোট ও প্রক্সি ভোটারদের বিষয়ে তদন্ত করা হচ্ছে। অভিযোগগুলো কাবুলে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।

স্বাধীন নির্বাচন কমিশন (আইসিসি) জানায়, নির্বাচনের ফলাফল আগামী ৯ অক্টোবর চুরান্ত করা হবে এবং ৩০ অক্টোবর ফলাফল প্রকাশ করা হবে।

আইসিসি জানায়, কিছু ভুয়া ভোট তদন্ত করে দেখা হচ্ছে। তবে এসব অভিযোগ চুরান্ত ফলাফলের আগেই ইসিসি নিস্পত্তি করবে।

সারাদেশে আড়াই হাজার প্রার্থী পার্লামেন্টের নিম্ন কক্ষের ২৪৯ টি আসনের জন্য লড়াই করেছেন। তবে নিরাপত্তার কারণে একহাজার ৩০০ কেন্দ্রে ভোট গ্রহণ হয়নি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।