ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কয়েক দশক আগে ‘বিলুপ্ত’ প্রাণীর সন্ধানলাভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০
কয়েক দশক আগে ‘বিলুপ্ত’ প্রাণীর সন্ধানলাভ

লন্ডন: পৃথিবীর প্রাণীর সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। বিলুপ্ত হচ্ছে, হয়েছে।

একইসঙ্গে প্রতিবেশগত নানা বিশৃঙ্খলাও বেড়ে যাচ্ছে। তবে আশার কথা হলো, পশ্চিম আফ্রিকা ও মেক্সিকো অঞ্চল থেকে এমন কয়েকটি প্রাণীর সন্ধান পাওয়া গেছে, যেগুলো কয়েক দশক আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিলো বলে প্রাণিবিজ্ঞানীরা অনুমান করেছিলেন।

ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক প্রতিবেশ সংরক্ষণ (সিআই) নামের একটি সংগঠনের গবেষণা অভিযানে এ তথ্য বেরিয়ে এসেছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।

পশ্চিম আফ্রিকার দুটি দেশে পাওয়া গেছে দুটি বিরল প্রজাতির ব্যাঙ। ওই উভচর দুটি প্রাণীকে সর্বশেষ দেখা যায় ১৯৭৯ সালে। কঙ্গোয় পাওয়া ব্যাঙটির বৈজ্ঞানিক নাম হাইপারোলিয়াস সানকুরুয়েনসিস ও আইভরি কোস্টে পাওয়া ব্যাঙটির হাইপারোলিয়াস নিম্বি। দুটি ব্যাঙকেই স্থানীয়ভাবে ওমানিয়ান্দু নামে ডাকা হয়।

এদিকে, মেক্সিকোয় পাওয়া গেছে দুর্লভ প্রজাতির গিরগিটি। এটি গুহাবাসী। আর সর্বশেষ এটির দেখা পাওয়া গিয়েছিলো ১৯৪১ সালে।

মানুষের পায়ের চিহ্ণ বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গে অনেক উভচর প্রাণী কোণঠাসা হয়ে পড়ে। যেমন, মেক্সিকোর ওই গুহায় পাওয়া গিরগিটি।

আন্তর্জাতিক প্রতিবেশ সংরক্ষণের প্রকল্প সমন্বয়কারী রবিন মুর বলেন, ‘এটি একটি অসাধারণ ভাবনার বিষয় হতে পারে, শেষবার দেখার আগে এই প্রাণীগুলো পৃথিবীতে কতদিন বেঁচে ছিলো। ’

মুর আরও বলেন, এ বিষয়টি মানুষ এবং প্রাণীর জন্য অনুসন্ধানের জন্য দারুণ বিষয়। আগামী অক্টোবরে জাপানে জীববৈচিত্র্য বিষয়ক সম্মেলনে এই গবেষণা অভিযানটি উপস্থাপন করা হবে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।