ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বার্লিনে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জুন ৮, ২০২২
বার্লিনে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১  বার্লিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জার্মানির রাজধানী বার্লিনে লোকজনের ভিড়ে চলন্ত গাড়ি তুলে দেওয়ার ঘটনায় কমপক্ষে একজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

 আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে বার্লিন পুলিশ জানিয়েছে।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএননের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।  

পুলিশ বলেছে, পশ্চিম বার্লিনের কায়সার উইলহেম মেমোরিয়াল চার্চের কাছে ব্যস্ত রাস্তায় ভিড়ের মাঝে এক ব্যক্তি গাড়িটি চালিয়ে দিয়েছেন।   এটি দুর্ঘটনা না ইচ্ছাকৃত ঘটনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

২০১৬ সালের ১৯ ডিসেম্বর বার্লিনের তিউনিসিয়ান অভিবাসন প্রত্যাশী আনিস আমরি বড়দিনের বাজারে একটি ট্রাক চালিয়ে ১২ জনকে হত্যা করেন। এবারের ঘটনাও ওই ঘটনাস্থলের কাছেই ঘটেছে।  

সূত্র: সিএনএন

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জুন ০৮, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।