ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বুদ্ধদেবকে আমন্ত্রণ জানাননি মমতা

রক্তিম দাশ, কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০
বুদ্ধদেবকে আমন্ত্রণ জানাননি মমতা

কলকাতা: কলকাতায় মেট্রো রেল প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আমন্ত্রণ জানাননি রেলমন্ত্রী মমতা ব্যানার্জি। এনিয়ে রাজ্য রাজনীতিতে নতুন বির্তক তৈরী হয়েছে।



বুধবার দক্ষিণ কলকাতার বেহালায় জোকা থেকে মাঝেরহাট হয়ে বিবাদিবাগ পর্যন্ত মেট্রোরেলের সম্প্রসারণের ভিত্তি প্রস্থত স্থাপন করেন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। রেলমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আরকে নারায়ণন, কলকাতা মেয়র শোভন চট্টোপাধ্যায়।

কিন্তু অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, পরিবহণমন্ত্রী রনজিৎ কুন্ডুসহ রাজ্য সরকারের কোন সচিবকে।

মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য জানান, আমন্ত্রণ পাননি। রাজ্য সরকারের পক্ষ থেকে কেউ পেয়েছেন বলে তিনি জানেন না।

পরিবহণমন্ত্রী রনজিৎ কুন্ডু বাংলানিউজকে বলেন, ‘মঙ্গলবার বিকালে একজন পত্রবাহক অনুষ্ঠানের চিঠি নিয়ে আসেন। অনুষ্ঠানের আগের দিন এই আমন্ত্রণ কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।

বিজেপির নেতা ও সাবেক সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকাদার বলেন, এটা নোংরামি। রাজ্যের জমি নিয়ে অনুষ্টান আর মুখ্যমন্ত্রী থাকবেন না, এটা কী ধরণের শিষ্টাচার।

রাজ্য কংগ্রেসের সভাপতি মানস ভুইয়া বলেন, এটা ঠিক হয়নি। এভাবে চলতে পারে না।

রেলের অনুষ্ঠানে আমন্ত্রণ না পেলেও মুখ্যমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে রাষ্ট্রপতি প্রতিভা পাতিলকে স্বাগত জানাতে যান।

কলকাতার রাজনীতিকমহল মনে করছে এর মধ্য দিয়ে তৃণমুল কংগ্রেস বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদলকে বাদ দিয়ে উন্নয়ন কাজ চালাতে আগ্রহী।

বাংলাদেশ সময়: ১৯১০ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।