ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পারভেজ মোশাররফের মৃত্যু নিয়ে বিভ্রান্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জুন ১০, ২০২২
পারভেজ মোশাররফের মৃত্যু নিয়ে বিভ্রান্তি পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মৃত্যু নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। শুক্রবার (১০ জুন) একটি টুইট বার্তায় পাকিস্তানের সাবেক এই প্রেসিডেন্টের পরিবার তার মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছে।

টুইট বার্তায় মোশাররফের পরিবারের পক্ষ থেকে বলা হয়, তিনি ভেন্টিলেশনে নেই।  অসুস্থতার (অ্যামাইলয়েডোসিস) কারণে তিনি গত ৩ সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন।  তিনি একটি কঠিন পর্যায়ে চলে যাচ্ছেন যেখান থেকে পুনরুদ্ধার সম্ভব নয়। তার অঙ্গগুলো অকার্যকর হয়ে পড়ছে। তার জন্য প্রার্থনা করুন।

এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যম ওয়াক্ত নিউজের একটি টুইট বার্তায় জানানো হয়, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আর নেই। পরে অবশ্য টুইট বার্তাটি মুছে দেওয়া হয়েছে।  
 
২০১৬ সাল থেকে দুবাইতে থাকছেন ৭৮ বছর বয়সী পারভেজ মোশাররফ। তিনি ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন।  

সূত্র: সিএনবিসি 

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুন ১০,২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।