ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গল্পের মতোই স্বামীকে খুন করেছিলেন লেখিকা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জুন ১৪, ২০২২
গল্পের মতোই স্বামীকে খুন করেছিলেন লেখিকা!

‘হাউ টু মার্ডার ইউর হাজব্যান্ড’—এই নামে একটি উপন্যাস লিখেছিলেন লেখিকা ন্যান্সি ক্রিপটন ব্রফি (৭১)। এবার স্বামীকে গুলি করে হত্যার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে একটি মার্কিন আদালত।

মঙ্গলবার (১৪ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত মে মাসে লেখিকা ব্রফি স্বামীকে গুলি করে হত্যা করার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন।

২০১৮ সালের ২ জুন ওরেগন কালিনারি ইনস্টিটিউটের রান্নাঘর থেকে ব্রফির স্বামী ড্যানিয়েলের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। ড্যানিয়েলের পিঠ লক্ষ্য করে গুলি করা হয়েছিল, যা হৃদযন্ত্র ভেদ করে বেরিয়ে যায়।

তদন্তকারীরা জানিয়েছেন, অনলাইন মার্কেটপ্লেস থেকে একটি বন্দুক কিনেছিলেন ব্রফি। খুনের জন্য তিনি সেটিই ব্যবহার করেছিলেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি তদন্তকারীরা জানিয়েছেন- ন্যান্সি ঠিক যে ভাবে তার স্বামীকে খুন করেছেন, ঠিক সে রকমই একটি কাহিনি তার উপন্যাসে পাওয়া গেছে।

হাউ টু মার্ডার ইউর হাজব্যান্ড’-এর আগেও দু’টি বই লিখেছেন ব্রফি। ‘দ্য রং হাজব্যান্ড’ এবং ‘হেল অন আ হার্ট’। ন্যান্সির সবক’টি উপন্যাসেরই মূল বিষয় খুন, অপরাধ, বিশ্বাসঘাতকতা এবং যৌনতা।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জুন ১৪, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।