ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

 পশ্চিমা নিষেধাজ্ঞাকে জয় করেছে মস্কো: পুতিন    

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জুন ১৭, ২০২২
 পশ্চিমা নিষেধাজ্ঞাকে জয় করেছে মস্কো: পুতিন     রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেনে সামরিক অভিযানেরে কারণে রাশিয়ার ওপর ওপর একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমা দেশগুলো। কিন্তু নিষেধাজ্ঞা নিয়ে রাশিয়া মোটেও উদ্বিগ্ন নয়।

উল্টো দেশটির রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে তার দেশ জয় করেছে।  

স্থানীয় সময় শুক্রবার (১৭ জুন) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ভাষণ দেওয়ার সময় পুতিন এমন দাবি করেন।   কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

ভাষণে পুতিন যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশুলোর নিন্দা জানান। পুতিনের অভিযোগ, ওয়াশিংটন অন্যান্য দেশকে উপনিবেশ হিসেব বিবেচনা করে। রাশিয়ার প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, বৈশ্বিক রাজনীতিতে আগের মতো আর কিছুই হবে না।

বাংলাদেশ সময়: ১৯৪৯ঘণ্টা, জুন ১৫, ২০২২ 
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।