ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ইউক্রেনে মার্কিন নাগরিক নিহতের স্বীকারোক্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জুন ২১, ২০২২
ইউক্রেনে মার্কিন নাগরিক নিহতের স্বীকারোক্তি

সাড়ে তিন মাস আগে শুরু হওয়া আগ্রাসনের পর প্রতিনিয়ত যুদ্ধ চলে আসছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে। এ যুদ্ধে একজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন।

গত মে মাসে ৫২ বছর বয়সী এক ব্যক্তি স্বেচ্ছায় কিয়েভকে সহযোগীতার জন্য গিয়েছিলেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মঙ্গলবার (২১ জুন) সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় স্টিফেন জাবিয়েলস্কি নামে এক ব্যক্তির মৃত্যুর কথা বলেছে। তিনি কিয়েভে নিহত হয়েছিলেন গত ১৫ মে।

রুশ আগ্রাসন প্রতিহত করতে কিয়েভকে সহায়তার জন্য স্বেচ্ছায় ইউক্রেন গিয়েছিলেন স্টিফেন জাবিয়েলস্কি। সোমবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর প্রচারিত হয়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জাবিয়েলস্কির মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন। তিনি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও যাবতীয় কনস্যুলার সহায়তা দেওয়া হবে। ইউক্রেনে কোনো মার্কিন নাগরিক অবস্থান করে থাকলে তাদের অবিলম্বে দেশে ফেরা উচিত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সূত্র: রয়টার্স

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ২১ জুন, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।