ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাতিসংঘ সভায় মুখোমুখি ওবামা-আহমাদিনেজাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০
জাতিসংঘ সভায় মুখোমুখি ওবামা-আহমাদিনেজাদ

জাতিসংঘ: জাতিসংঘ সাধারণ সভায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ রাজনৈতিক বিতর্ক শুরু করেছেন। বিশ্ব নেতারা বৃহস্পতিবার তাদের বার্ষিক বিতর্ক শুরুর পর ওই দুই রাষ্ট্র প্রধান মুখোমুখি হন ।



মধ্যপ্রাচ্য, সুদানের সঙ্গে সম্পর্ক বাতিলের সম্ভবনা, ইরান, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি, জলবায়ু পরিবর্তন এবং জাতিসংঘ সংস্কার ছিলো প্রধান আলোচ্য বিষয়।

জাতিসংঘের ৬৫তম সাধারণ সভার প্রথম দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে সমাবেশস্থলে উপস্থিত হন ওবামা ও আহমাদিনেজাদ।

বুধবার শেষ হওয়া জাতিসংঘ সম্মেলনে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে ওবামা নতুন মার্কিন উন্নয়ন ত্রাণ নীতি ঘোষণা করেন। এরপর তিনি ইরানের গোপনে পরমাণু অস্ত্র তৈরির পশ্চিমা অভিযোগের মত পররাষ্ট্র নীতিগুলোর দিকে মনোযোগ দেবেন বলেই ধারণা করা হচ্ছে।

এদিকে এ অভিযোগের ভিত্তিতে মার্কিন সমর্থনে ইসরায়েল পরমাণু কর্মসূচিতে হামলা চালালে ইরান তা যুদ্ধাচরণ বলে বিবেচনা করবে বলে এ সপ্তাহে নিউ ইয়র্কে দেশটি সতর্ক করে দেয়। শান্তিপূর্ণ কাজে এ কর্মসূচি চলছে বলে বরাবরই দাবি করে আসছে দেশটি।

জাতিসংঘ সাধারণ সভায় যোগ দিতে কঠোর নিরাপত্তার মধ্যে নিউ ইয়র্কে অবস্থান করছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

জাতিসংঘ দারিদ্র বিষয়ক সম্মেলন এবং সারাধণ সভায় যোগ দিতে বর্তমানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারের ১৪০ জন নেতা বর্তমানে নিউ ইয়র্ক অবস্থান করছেন। এদের মধ্যে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওসহ আরও ৩৫ জন নেতা বৃহস্পতিবার বক্তব্য রাখবেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।