ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৭ দিন পেছালো বাবরি মসজিদ মামলার রায়

রক্তিম দাশ, কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০
৭ দিন পেছালো বাবরি মসজিদ মামলার রায়

কলকাতা: অযোধ্যার বাবরি মসজিদ মামলার রায় সাত দিন পিছিয়ে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার মামলার রায়ের কথা থাকলেও তা হচ্ছে না।

নতুন তারিখ অনুযায়ী রায় দেওয়া হবে আগামী ১ অক্টোবর।

সুপ্রিমকোর্ট সুত্র জানায়, বুধবার এই রায় পেছানোর জন্য ভারত সরকারের সাবেক আমলা রমেশচন্দ্র ত্রিপাঠি সর্বোচ্চ আদালতে আপিল করেন। বৃহস্পতিবার দুপুরে আদালত এই আপিল আমলে নিয়ে রায় ঘোষণা স্থগিত রাখেন।

এক ঘণ্টা ধরে শুনানি চলার পর বিচারপতি রবীন্দ্ররন ও গোখলের ডিভিশন বেঞ্চ ৩ নন্বর এজলাসে স্থানীয় সময় বিকাল ৩টায় জানান, আগামী ২৮ তারিখ আবার এই মামলার শুনানি শুরু হবে।  

এই সময় মামলার ২৮টি পার্টির বক্তব্যই শুনতে হবে। শুনানি শেষে ১ অক্টোবর রায় দেবেন সুপ্রিম কোর্ট।

বাবরি মসজিদ বা রামমন্দির নিয়ে মামলাটি ভারতের সবচেয়ে স্পর্শকাতর একটি বিষয়। সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা থেকেই মামলার রায় পেছানোর আবেদন করা হয়েছে বলে আদালতকে জানান রমেশচন্দ্র ত্রিপাঠি।

ভারতীয় সময়: ১৫০০ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।