ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার অভিবাসীরা ইসরায়েলের শান্তির পথে বাধা:ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০
রাশিয়ার অভিবাসীরা ইসরায়েলের শান্তির পথে বাধা:ক্লিনটন

নিউ ইয়র্ক: ইসরায়েলে অবস্থানরত রাশিয়ার অভিবাসীরা ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠায় বড় বাধা বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। গ্লোবাল ইনিসিয়েটিভ সম্মেলনে তিনি একথা বলেন।



কিনটন বলেন, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীতে (আইডিএফ) রাশিয়ান অভিবাসীদের সংখ্যা বাড়ছে। তার কখনোই চাইবে না তাদের ভূমি আলাদা হউক।

কিনটন আরও বলেন, ‘তারা দেশ পেয়েছেন। এটা তাদের দেশ। তারা এখানে ভবিষ্যতে নিজেদের সম্প্রদায় তৈরি করবে। তাই দেশ বিভাজনকে তারা ভাবতেও পারে না। ’

এটা একটি কৈশলগত সমস্যা। একটি বৈদেশিক নীতি বিষয়ক ম্যাগাজিনে বলা হয়েছে ১৬ শতাংশ লোক রাশিয়ান ভাষায় কথা বলেন।
 
ক্লিনটনের মতে, ‘ইহুদি রাষ্ট্র ইসরায়েলের নাগরিকরা ঐতিহাসিক প্রেক্ষাপটের কথা বিবেচনা করে এটা মেনে নিতে পারেন। কারণ এদেশে তাদের পরিবারের শিকড় রয়েছে। শান্তি প্রতিষ্ঠা পেলে তারা তাদের দেশ ফিরে পাবে।   কিন্তু রাশিয়ার অভিবাসীরা তা পাবে না। ’
       
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়হু বলেন, ‘শুধু মাত্র শক্তিশালী একটি ইসরয়েলই পারে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে। ’
                                         
বাংলাদেশ স্থানীয় সময়: ১২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।