ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপোরিঝজিয়া পরমাণু কেন্দ্রের কাছে রুশ হামলায় নিহত ১৩ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
জাপোরিঝজিয়া পরমাণু কেন্দ্রের কাছে রুশ হামলায় নিহত ১৩ 

ইউরোপের বৃহত্তম জাপোরিঝজিয়া পরমাণু কেন্দ্রের কাছে রুশ হামলায় ১৩ জন ইউক্রেনীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ( ৯ আগস্ট) এই হামলা চালানো হয়।

 

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের মেয়র ভ্যালেন্তিন রেজনিচেঙ্কো।  

ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি লেখেন, একটি মর্মান্তিক রাত। নিকোপোল এলাকায় রুশ সেনাদের হামলায় ১১ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।  

রাশিয়া যে এলাকাগুলোতে হামলা চালিয়েছে সেগুলো দিনিপার নদীর তীরে অবস্থিত। ওই এলাকাগুলোর বিপরীত দিকে জাপোরিঝজিয়া পরমাণু কেন্দ্র অবস্থিত।  
 
রেজনিচেঙ্কো জানান, ছোট শহর মারহানেট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে দুটি স্কুলসহ ২০টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
ইআর
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।