ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সংসদে সংখ্যাগরিষ্ঠা পেতে ব্যর্থ সুইডেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০
সংসদে সংখ্যাগরিষ্ঠা পেতে ব্যর্থ সুইডেনের প্রধানমন্ত্রী

স্টকহোম: সুইডেনের প্রধানমন্ত্রী ফ্রেড্রিক রেইনফিল্ডের মধ্য-ডানপন্থী জোট মাত্র দুই আসনের ব্যবধানে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে। চূড়ান্ত ভোট গণনায় এ তথ্য জানা গেছে।



নির্বাচন কর্তৃপক্ষ জানায়, একটি অতিরিক্ত আসন পেয়ে পার্লামেন্টে রেইনফিল্ডের চারদলীয় জোটের আসনসংখ্যা দাঁড়িয়েছে ১৭৩। তবে সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও দুটি আসন প্রয়োজন।

রেইনফিল্ডের জোট মোট ৪৯ দশমিক ২৮ শতাংশ ভোট পেয়েছে। এ মুহূর্তে সরকার গঠন করতে হলে তাকে বিপরীত বামপন্থী দলের সঙ্গে জোট বাঁধতে হবে। তবে তিনি কট্টর ডানপন্থী দল সুইডেন ডেমোক্রাটস-এর সঙ্গে কোনো চুক্তিতে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন।

সোশ্যাল ডেমোক্রাটস ও বিরোধী বামপন্থী জোটের অংশীদার গ্রিনস এবং লেফট পার্টি ৪৩ দশমিক ৬ শতাংশ ভোট ও ১৫৬টি আসন পেয়েছে। সুইডেন ডেমোক্রাটস পেয়েছে মাত্র ৫ দশমিক ৭ শতাংশ ভোট।

নতুন সরকার গঠনে শুক্রবার পর্যন্ত আলোচনা চলার কথা রয়েছে। তবে ৫ অক্টোবরের আগে নতুন সরকার গঠনের ঘোষণা করা হবে না।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।